Wednesday, August 21, 2019

মহসীন ভূঁইয়া "নাগরিক অধিকার" এর নির্বাহী পরিচালক

মহসীন ভূঁইয়া "নাগরিক অধিকার" এর নির্বাহী পরিচালকঃ

বিশিষ্ট কবি,লেখক,গবেষক ও রাজনৈতিক কর্মী  মহসীন ভূঁইয়া "নাগরিক অধিকার " এর নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিন মাহিনী ভূঁইয়া বাড়ির আলহাজ্ব আব্দুল খালেক ভূঁইয়ার ৫ম সন্তান। জনাব ভূঁইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয় পড়াশোনা শেষ করে বর্তমানে অধ্যাপনার পাশাপাশি গবেষণার ধর্মীয়  লেখালেখি ও রাজনীতির সাথে জড়িত আছেন। তিনি বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও  যুক্তফ্রন্টের শীর্ষনেতা। বাংলাদেশের সামাজিক ও মানবিক অধিকার বিষয় গণসচেতনতা সৃষ্টির  লক্ষ্যে (সিটিজেন রাইট) নাগরিক অধিকার  গত একযুগ ধরে আসছে।

প্রেসবিজ্ঞপ্তি
২১/০৮/২০১৯

No comments:

Post a Comment