Wednesday, September 25, 2019

আজ কবি ও লেখক "মহসীন ভূঁইয়া"র ৩৯তম জন্মদিন

আজ কবি ও লেখক "মহসীন ভূঁইয়া"র ৩৯তম জন্মদিন

তরুন কবি ও লেখক, বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং যুক্তফ্রন্টের শীর্ষনেতা মহসীন ভূঁইয়ার ৩৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৮০ সালের ২৫ই সেপ্টেম্বর কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী ভূঁইয়া বাড়ির জনাব, আলহাজ্ব আব্দুল খালেক ভূঁইয়া ও জনাবা, মনোয়ারা বেগম এর পরিবারে জন্ম হয় এই তরুন কবি'র। কবি মহসীন ভূঁইয়া, মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে মন্তলী রহমানিয়া ফাযিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পড়াশোনা শেষ করেন এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয় অনার্স ও মাস্টার্স করেন। তিনি বর্তমানে "আব্দুস সাত্তার ডিগ্রী কলেজ" এ অর্থনীতি অনার্স বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষকতার পাশাপাশি কবি মহসীন ভূঁইয়া রাজনীতি ও গবেষণা মূলক লেখালেখি করেন। জন্মদিনে তরুন কবি ও লেখক মহসীন ভূঁইয়াকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
২৫/০৯/২০১৯
(বিশ্ব কবিতালয় পরিষদ)

No comments:

Post a Comment