Wednesday, February 20, 2019

প্রসঙ্গ নাম পরিবর্তনঃ প্রয়োজন উন্নত চিন্তা ও মানসিকতার (মহসীন ভূইয়া)

প্রসঙ্গ নাম পরিবর্তনঃ প্রয়োজন উন্নত চিন্তা ও মানসিকতার
মন মানসিকতা আর আচার আচরণ পরিবর্তন না করে, নাম পরিবর্তন করলেও সাধারণ জনগন গ্রহণ করবেনা। নাম নরুল ইসলাম বা নুরুল হক অথবা নুরু মিয়া, যেটাই হোকনা কেন। এতে কিছু যায় আসেনা। যিনি নাম পরিবর্তন করতে চান, তাকে বুঝতে হবে যে, এদেশের জনগন কি চায়, দেশের ইতিহাস ও স্বাধীনতার চিন্তা চেতনা কি ছিল।  ষোল কোটি জনগণের শাসক বা সেবক হতে হলে তাদের অন্তরের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে। জনতার কাছে নামের বিশেষ গুরুত্ব স্থান পাবেনা। যারা নিজের অতিতের ভুল সিদ্ধান্ত ও কর্মকান্ড স্বীকার করার সাধারণ মানসিকতা আজ ৪৮ বছরেও অর্জন করতে পারেনি, তারা নরুল ইসলাম থেকে নরুমিয়া হলেও জনগণ ক্ষমা করবেনা। বাংলাদেশে  জন্মের সময় যারা বিরোধীতা করেছে, পাক হানাদার বাহিনীকে সহযোগীতা করেছে। এদেশের ত্রিশ লক্ষ শহীদ ও তিন লক্ষ মা- বোনের সাথে যারা বেইমানি করেছে। যারা ধর্মের কথা বলে মানুষ হত্যা করে। তাদের নাম পরিবর্তন নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যারা জনগণের বাক স্বাধীনতায় বিশ্বাস করেনা, মুক্তচিন্তায় বিশ্বাস করেনা, যারা রাজনীতিতে প্রতিপক্ষের সমালোচনা গ্রহণ করতে পারেনা, যারা নিজেদের সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ করে জবাব দেয়, পাকিস্তানি চিন্তায় যারা এদেশে রাজনীতি করতে চায়, যারা ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতিতে  বিশ্বাস করে, যারা ইসলাম ধর্মের উদারতা ও সাম্যের সমাজতন্ত্রে বিশ্বাস করেনা, যারা এদেশের স্বাধীনতা যুদ্ধকে গৃহযুদ্ধ বলে, যারা দেশ ও মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা নাম পরিবর্তন করে কোন লাভ নেই, জনগণ আর মিথ্যাবাদী ও স্বাধীনতার বিরোধীতাকারীদের বিশ্বাস করবেনা। তাদের রাজনীতির কবর হয়ে গেছে সেইদিন। যেদিন নুরুল ইসলামের সেক্রেটারি বলেছিন, ১৯৭১ সালে এদেশে গৃহযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়নি। আজ হয়তো নরুল ইসলাম নিজেকে নরুমিয়া নামে বলতে পারে, কিন্তু এদেশের মানুষকে আর বোকা বানাতে পারবেনা। মানুষ বুঝেছে,  নুরুল ইসলাম আর দ্বীন ইসলাম এক নয়।
ইসলামে সাম্প্রদায়িকতা, কট্টরচিন্তা, জঙ্গিবাদ, দেশের মানুষের সাথে ধর্মের নামে বেইমানির কোন স্থান নেই। ইসলাম হলো শান্তি আর অসাম্প্রদায়িক জীবন ব্যবস্থায় সোনালী ধর্ম। এখানে কট্টর চিন্তা, কট্টর মানসিকতা ও সহিংসতা কোন স্থান নেই।
সুতারাং নাম নয়, প্রয়োজন উন্নত, আধুনিক, মানবিক, অসাম্প্রদায়িক ও উদার মন মানসিকতার।
লেখকঃ
(মুহাম্মদ মহসীন ভূঁইয়া)
সিনিয়র ভাইস চেয়ারম্যান,
বাংলাদেশ লেবার পার্টি।

No comments:

Post a Comment