Friday, October 12, 2018

চাঁদাবাজ "টোকাই ইরান" থেকে সাবধান

৪টি কারণে লেবার পার্টি থেকে বহিষ্কার করা হলো ডাঃ ইরানকে  !!!

১। দলের শৃঙ্খলা ভঙ্গ করা
২। ২০ দলীয় জোট ভাঙ্গা ষড়যন্ত্র ও জোট    বিরোধী বক্তব্য দেওয়া এবং আওয়ামী লীগ নেতা ডাঃ দিলীপ ও ইসলামী ঐক্যজোট এর নেতা নিজামীর  সাথে গোপন বৈঠক করা।
৩। লেবার পার্টির নামে ব্যাপক চাঁদাবাজি করা ও দলীয় ফান্ডের টাকার গত দশ বছরের হিসাব না দেওয়া এবং রশিদ বিহীন দলীয় চাঁদা আদায় করা।
৪। (অনৈতিক কার্যকলাপ) প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করা ও তিন বার তালাক দেওয়ার পর ঐ স্ত্রীর সাথে হিল্লা ব্যতীত ঘর করছে ( উম্মে হাবীবা ) । এবং দলের ঢাকা মহানগরীর একজন মহিলা কর্মীর সাথে অফিসের ভিতর যৌন হয়রানির অভিযোগ আছে।

সবাইকে ধন্যবাদ

No comments:

Post a Comment