প্রতারক "ডাঃ ইরানকে" গণধোলাই ও লেবার পার্টি থেকে বহিষ্কার।
যুবকের গ্রাহক থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালানোর সময়, পুরানা পল্টন হাউজ বিল্ডিং এর সামনে প্রতারিত গ্রাহক তনু আক্তার, রুপা বেগম, আসমা বেগম, রুমা আক্তার ও শীপারা বেগমদের দ্ধারা ব্যাপক হস্ত ও জুতা প্রহারের শিকার হয়েছিল, লেবার পার্টির বহিষ্কৃত চেয়ারম্যান ও হারবাল চিকিৎসক ডাঃ ইরান। এসময় তারা প্রতারক ইরানের ফাঁসি চেয়ে মিছিল করেছিল। পরে প্রতারক ইরানকে রাস্তার পাশ থেকে উদ্ধার করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর সেক্রেটারি, হাফেজ কারী রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির নেতা বি এম নাজমুল হক। (ফাইল নিউজ-২০০৭)
No comments:
Post a Comment